National

টাকা বদলাতে এসে হৃদরোগে মৃত বৃদ্ধ

Published by
News Desk

বাতিল নোট পাল্টাতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৭২ বছরের এক বৃদ্ধের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মুলুন্দে। বিশ্বাস ভর্তক নামে ওই ব্যক্তি পিডব্লিউডি-র অবসরপ্রাপ্ত কর্মী।

এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ হরি ওম নগরের এসবিআইয়ের শাখায় পুরানো নোট পাল্টাতে হাজির হন স্থানীয় বাসিন্দা বিশ্বাস ভর্তক। এলাকাটা খুব একটা জনবহুল নয়। ফলে ব্যাঙ্কে বিশেষ লাইনও ছিলনা। মিনিট দশেক লাইন দিতেই গেটের মুখে পৌঁছে যান তিনি। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন বিশ্বাস। দ্রুত চিকিৎসক ডাকা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

Share
Published by
News Desk