National

রাস্তার ওপর হাইকোর্টের আইনজীবীকে গুলি করে হত্যা

Published by
News Desk

প্রকাশ্য দিবালোকে এক আইনজীবীকে গুলি করে হত্যা করল দুষ্কৃতিরা। পাটনা হাইকোর্টের আইনজীবী ছিলেন তিনি। জিতেন্দ্র কুমার নামে ওই আইনজীবী বুধবার সকালে বিহারের রাজধানী শহর পাটনার রাজীব নগর এলাকা দিয়ে আদালতের দিকে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে গুলি করা হয়। মোটরসাইকেলে করে এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালায় দুষ্কৃতিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আইনজীবীর।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ২ দিন আগেই এক পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করে দুষ্কৃতিরা। সকালে জনবহুল রাস্তার ওপর এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk