National

গান চালানো নিয়ে ঝগড়া, ২ জনের পেটে গুলি

Published by
News Desk

রাত তখন সাড়ে ১০টা বাজে। মোহিত সাইনি নামে এক ব্যক্তি এসে হাজির হন দিল্লির পালাম ভিলেজে। সেখানে তখন ডিজের সুরে মাতোয়ারা সকলে। মোহিত তাঁর পছন্দের কয়েকটি গান চালাতে বলেন ডিজে অক্ষয়কে। সে রাজি হয়নি। তার যুক্তি ছিল রাত সাড়ে ১০টার পর দিল্লিতে জোরে মিউজিক বাজানো মানা। তাই তার কিছু করার নেই। রাজি না হওয়ায় ঝগড়া শুরু হয়। এই সময়ে মোহিতের হয়ে ঝগড়া শুরু করে তার পরিচিত এক ১৬ বছরের কিশোর ও তার তুতোভাই সাঙ্কি।

এদিকে এই অবস্থায় ডিজে অক্ষয় পুরো বিষয়টি তার ব্যান্ড মালিক অমিত শর্মাকে জানান। অমিত তার ভাই আশিস শর্মাকে নিয়ে সেখানে হাজির হয়। ২ পক্ষে তুমুল চেঁচামেচি শুরু হয়। অভিযোগ এই সময়ে আশিস ৩টি গুলি চালায়। যার ২টি ওই কিশোর ও তার তুতোভাইয়ের পেটে লাগে। ২ জনেই একটি করে গুলিতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা চলছে। অভিযুক্ত অমিত ও আশিস শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk