National

বিজেপি নেতাকে ছুরি মেরে খুন

Published by
News Desk

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের হাতে খুন হলেন এক বিজেপি নেতা। ৩৪ বছর বয়সী ওই বিজেপি নেতাকে ছুরি মেরে হত্যা করে দুষ্কৃতিরা। মৃত বিজেপি নেতার নাম প্রত্যুষ মণি ত্রিপাঠী। তাঁর ওপর সোমবার রাতে হামলা হয়।

লখনউ-এর বাদশাহনগর এলাকায় গত রাতে প্রত্যুষ মণি ত্রিপাঠীর ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় প্রত্যুষ মণি ত্রিপাঠীকে কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রায় মাঝরাতে হাসপাতাল চত্বরে প্রচুর মানুষের ভিড় জমে যায়।

প্রত্যুষ মণি ত্রিপাঠীর সমর্থকেরা হাসপাতালের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। চলতে থাকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে স্লোগান। তাঁদের দাবি ছিল লখনউ পুলিশের আধিকারিক কলানিধি নৈথানিকে বরখাস্ত করা হোক। ক্ষুব্ধ জনতার অভিযোগ, প্রত্যুষ মণি ত্রিপাঠীকে আগেই প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। তিনি জেলা পুলিশের কাছে সেই মর্মে নিরাপত্তার দাবিও জানিয়ে ছিলেন বলে দাবি প্রত্যুষ মণি ত্রিপাঠীর সমর্থকদের। কিন্তু জেলা পুলিশ সেই দাবিতে কান দেয়নি বলেই প্রত্যুষ মণি ত্রিপাঠীর প্রাণ গেল বলে অভিযোগ তাঁর অনুগামীদের।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk