National

ঘিঞ্জি এলাকার কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ১২

Published by
News Desk

জামাকাপড়ের কারখানায় আগুন লেগে মৃত্যু হল ১২ জনের। দিল্লি লাগোয়া এলাকা হওয়ায় আহতদের দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ গারমেন্ট ফ্যাক্টরিতে। এদিন ভোর সওয়া ৫টা নাগাদ স্থানীয় মানুষজন কারখানা থেকে আগুন বার হতে দেখেন। প্রথমে দমকলের ৬ ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে আরও ৬টি ইঞ্জিন নিয়ে আসা হয়। ঘিঞ্জি এলাকায় দমকলের গাড়ি ঢোকাতেই হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। ফলে কিছুটা দেরিতে পৌঁছয় তারা। তার জেরে এলাকায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দমকল আগে এলে ১২ জনের প্রাণ যেত না। যদিও দমকলের পাল্টা যুক্তি ওই রাস্তা দিয়ে গাড়ি দ্রুত ঢোকানো অসম্ভব। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তবে সঠিক কারণ সম্বন্ধে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে তারা। খতিয়ে দেখা হচ্ছে কারখানাটি আদৌও বৈধ কিনা! ওই এলাকায় বেশ কিছু বেআইনি কারখানা রমরম করে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

Share
Published by
News Desk