National

মন্দিরের কোটি টাকার সম্পত্তি লুঠ, খোয়া গেল বিগ্রহ সমেত গয়না

Published by
News Desk

মন্দির থেকে ১ কোটি টাকার ওপর গয়না ও বিগ্রহ নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। মন্দিরের পুরোহিত পূজারি বালক জানিয়েছেন, রবিবার রাত ১টা নাগাদ ৭-৮ জন যুবক মন্দিরে ঢুকে আসে। তাঁকে মারধর করে বেঁধে ফেলে। তারপর বাঁধা অবস্থায় তাঁকে কাছের একটি পুকুরের ধারে ফেলে আসে। ২ দুষ্কৃতি মন্দিরের দরজায় দাঁড়িয়ে পাহারায় থাকে। বাকিরা মন্দির থেকে বিগ্রহ ও গয়নাগাটি লুঠ করে। যার মূল্য ১ কোটি টাকার বেশি।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতারা জেলায়। এখানে দুমকা রোডের ওপর অবস্থিত রানি সতী মন্দির। এদিকে মন্দিরে লুঠের ঘটনায় এলাকায় সোমবার সকাল থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। দোষীদের গ্রেফতারের দাবিতে ভক্তরা জামতারা-দুমকা রোড অবরোধ করেন।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk