National

প্রেমিকা দেখা করেননি, সেই ক্ষোভে আত্মহত্যা ২ ছেলের বাবার

Published by
News Desk

বয়স ৩৬। নাম লক্ষ্মী নারায়ণ। ১৬ বছর আগে বিয়ে করেন তিনি। আপাতত ২ সন্তানের পিতা। পেশায় কেবল অপারেটর। বেশ চলে যাচ্ছিল জীবন। কিন্তু জীবনে বদলে যায় কয়েক মাস আগে। পুলিশ জানাচ্ছে, কয়েক মাস আগে একটি বাড়িতে কেবল সংযোগ দিতে হাজির হন লক্ষ্মী। সেদিনই বাড়ির মালকিনের প্রেমে পড়ে যান তিনি। তারপর তাঁদের মধ্যে বহুবার হোয়াটসঅ্যাপে কথাও হয়। কিন্তু দেখা করার কথা হলেই এড়িয়ে যেতেন ওই মহিলা।

গত শনিবার রাতে প্রচুর মদ্যপান করেন লক্ষ্মী। তখন তিনি নিজের কেবল অপারেটিং অফিসে বসে। সেখান থেকেই ওই মহিলাকে দেখা করার জন্য চাপ দেন তিনি। কিন্তু ওই মহিলা ওদিনও দেখা করতে রাজি হননি। পুলিশের অনুমান সেই ক্ষোভেই কেবলের তারে অফিসের সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মঘাতী হন লক্ষ্মী নারায়ণ। ঘটনাটি ঘটেছে দিল্লির সঙ্গমবিহার এলাকায়। ওই ব্যক্তি রাত ৯টা নাগাদ আত্মঘাতী হলেও বাড়ির লোকজন পুলিশে খবর দেন রবিবার সকাল ৯টা নাগাদ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk