National

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, কোনোক্রমে প্রাণে বাঁচলেন ১৯ জন বাসযাত্রী

Published by
News Desk

শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন ১৯ জন বাসযাত্রী। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খেলে বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে ১৬ জন আহত হন। আহতদের প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের গারিয়াবান্দ জেলায় জাতীয় সড়ক ১৩০ সি-এর ওপর।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় জুগার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে একটি ট্রাককে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসটির চালক। বাসটি রাস্তা ছেড়ে পাশের জংলি জমিতে গিয়ে পড়ে। সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk