National

গ্রামের মহিলার শ্লীলতাহানির চেষ্টা, মাওবাদীকে পিটিয়ে মারল জনতা

Published by
News Desk

গ্রামের একটি বাড়িতে জবরদস্তি ঢুকে পড়ে এক যুবক। এরপর বাড়ির ভিতরে থাকা এক মহিলার সঙ্গে শুরু হয় অভব্যতা। মহিলার চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরা ধাওয়া করে ধরে ফেলেন অনিল সিং নামে ওই যুবককে। শুরু হয় বেদম প্রহার। গণধোলাইতে একসময় মৃত্যু হয় অনিল সিংয়ের।

পুলিশ জানিয়েছে মৃত অনিল সিং ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার সদস্য ছিল। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ইরগু গ্রামে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk