National

সরকারি হাসপাতালে বিচারাধীন বন্দিকে ধর্ষণ

Published by
News Desk

একটি মামলায় বিচারাধীন বন্দি হিসাবে জেলে ছিল এক মহিলা। শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে জেলে ফিরে এসে চাঞ্চল্যকর অভিযোগ তুলল ওই বিচারাধীন বন্দি। হাসপাতালে ভর্তি থাকাকালীন তাকে ২ জন পুরুষ ধর্ষণ করেছে বলে জেলারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ওই মহিলা। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরে।

ওই মহিলা সীতামঢ়ী জেলার একটি জেলে বন্দি ছিল। কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাকে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার মহিলা হাসপাতাল থেকে জেলে ফেরত আসে। ফিরে এসে জেলারের কাছে সে অভিযোগ জানায় যে হাসপাতালে থাকাকালীন তাকে ২ জন পুরুষ ধর্ষণ করেছে। এই মর্মে লিখিত অভিযোগও দায়ের করে ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk