National

ঘিঞ্জি বস্তিতে বিধ্বংসী আগুন, আতঙ্ক

Published by
News Desk

ঘিঞ্জি বস্তি বলতে যা বোঝায় ঠিক তাই। দুপাশের ঘরের মাঝে অতি অপরিসর যাতায়াতের পথ। পুনের শিবাজিনগরের পাতিল এস্টেট লেন নম্বর ৩। এখানে এই পরিস্থিতিতেই বহু মানুষের সংসার। সেখানেই বুধবার আচমকা আগুন লেগে যায়। ঘিঞ্জি বস্তি হওয়ায় আগুন হুহু করে ছড়াতে থাকে। বহু দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী নজরে আসে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৩০টি ইঞ্জিন। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকল কর্মীদের। অনেক জায়গায় দমকলের গাড়িই ঢোকানো মুশকিল হয়। আগুনে বহু ঘর ও জিনিসপত্র পুড়ে গেলেও হতাহতের কোনও খবর নেই। প্রসঙ্গত, গত মঙ্গলবারই মুম্বইয়ের শাস্ত্রীনগরে রেল লাইন লাগোয়া বস্তিতে আগুন গেলে যায়।

Share
Published by
News Desk