National

৫০টি নরকঙ্কাল সহ রেল স্টেশনে পাকড়াও পাচারকারী

Published by
News Desk

১ মৃতদেহ পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে ৫০টি নরকঙ্কাল উদ্ধার হয়েছে। বিহারের ছাপরা রেল স্টেশন থেকে সঞ্জয় প্রসাদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সন্দেহ হওয়ায় শুরু হয় তল্লাশি। আর তাতেই মেলে ৫০টি নরকঙ্কালের হদিস। বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেসে যাত্রা করছিল ওই ব্যক্তি।

ধৃতের কাছ থেকে পাওয়া কাগজপত্র থেকে পুলিশের ধারণা ভুটান হয়ে চিনে এই নরকঙ্কাল পাচার করার পরিকল্পনা ছিল ওই পাচারকারীর। তার কাছে নেপালের কিছু পরিচয়পত্র পাওয়া গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk