National

একজনের জলে ঝাঁপ, একজন খেলেন বিষ, ২ তরুণীর আত্মহত্যা

Published by
News Desk

বৃহস্পতিবার সকালে এক মৎস্যজীবীর চোখে পড়ে দেহটি। তারপরই তা উদ্ধারের বন্দোবস্ত হয়। রাঁচির ধ্রুব ড্যামে ভাসছিল মুসকান সিং নামে ওই তরুণীর দেহ। পুলিশ জানিয়েছে, ওই তরুণী একজন ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরুতে চাকরিও পেয়েছিলেন। এরমধ্যেই সেখানে কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তার আগে গত বুধবার সন্ধেয় তাঁর সঙ্গে তাঁর মায়ের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়।

বৃহস্পতিবারই আর এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে ঝাড়খণ্ডের লোহারদাগা জেলা থেকে। সেখানে এক ১৯ বছরের তরুণী বিষ খেয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে ওই তরুণী মানসিক বিকারগ্রস্ত। এর আগেও তিনি কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk