National

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, এক পরিবারের ৯ জনের মৃত্যু

Published by
News Desk

উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এঁরা সকলেই এক পরিবারের সদস্য। আহত ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের ললিতপুর থেকে মধ্যপ্রদেশের সাগরে ফিরছিল ওই পরিবার। ২৬ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটে যাচ্ছিল তাঁদের এসইউভি গাড়ি।

বুধবার সকালে গাড়িটি সাগরে তাঁদের বাড়ির কাছাকাছি চলেও এসেছিল। সেসময়ে উল্টোদিক থেকে ছুটে আসছিল একটি ট্রাক। সেই ট্রাককে পাশ কাটাতে ব্যর্থ হন চালক। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk