National

বিয়ে করতে যাওয়ার পথে বরকে গুলি করে পালাল দুষ্কৃতিরা

Published by
News Desk

সোমবার রাত তখন প্রায় ১০টা। কনের বাড়ির দিকে রওনা দিয়েছে পাত্রপক্ষ। বর বসে আছেন সুসজ্জিত ঘোড়ার গাড়িতে। আর রাস্তায় নাচে, আনন্দে মশগুল পাত্রপক্ষের লোকজন। ক্রমশ কনের বাড়ির দিকে এগোচ্ছিল ঘোড়ার গাড়ি। এমন সময় আচমকাই তালকাটে সব আনন্দের। সেখানে মোটরবাইকে হাজির হয় ২ ব্যক্তি। চলে আসে বরের ঘোড়ার গাড়ির একদম কাছে। তারপর বরকে লক্ষ্য করে পরপর গুলি ছুঁড়ে সেখান থেকে দ্রুত চম্পট দেয় তারা।

গুলিবিদ্ধ অবস্থায় বাদল নামে ওই যুবককে ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে আনা হয়। কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর বাড়িতে খবর দিয়ে দ্রুত তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন আত্মীয় পরিজনেরা। বিয়ের আনন্দ মুহুর্তে বদলে যায় শোক আর আতঙ্কের আবহে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কেন ওই যুবককে গুলি করা হল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share
Published by
News Desk