National

ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা, রাজ্য জুড়ে জারি হাই অ্যালার্ট

Published by
News Desk

রবিবার সকাল। প্রতি রবিবারের মত এদিনও পঞ্জাবের অমৃতসরের কাছে রাজাসানসি গ্রামে নিরাঙ্কারি ভবনে চলছিল প্রার্থনা। প্রায় ৫০০ মানুষ সেই প্রার্থনায় অংশ নিয়েছিলেন। অভিযোগ সে সময়ে সেখানে মুখ ঢাকা অবস্থায় হাজির হয় ২ যুবক। বাইকে চড়ে আসা ওই ২ দুষ্কৃতি আচমকাই প্রার্থনারতদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে চম্পট দেয়। গ্রেনেড হামলায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চারদিকে শুরু হয় আর্তনাদ, ছোটাছুটি। পুলিশের তরফে জানানো হয়েছে ১০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

পঞ্জাব পুলিশের তরফে আগেই রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। পুলিশের তরফে দাবি করা হয়েছিল, পঞ্জাবে ৬-৭ জন সন্ত্রাসবাদী প্রবেশ করেছে। তারমধ্যেই এমন ঘটনা রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk