National

বসুন্ধরার বিরুদ্ধে কংগ্রেসের তুরুপের তাস যশবন্তপুত্র

Published by
News Desk

বিজেপির একসময়ের অন্যতম নেতা যশবন্ত সিংয়ের ছেলে মানবেন্দ্র সিংকেই বসুন্ধরা রাজের বিরুদ্ধে ভোটে দাঁড় করাচ্ছে কংগ্রেস। গত মাসেই কংগ্রেসের খাতায় নাম লিখিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা মানবেন্দ্র। তারপরই তাঁর কাঁধে এসে পড়ল গুরুদায়িত্ব। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁকে ঝালাওয়ার জেলার ঝালরাপতন কেন্দ্র থেকে দাঁড় করাচ্ছে কংগ্রেস।

ঝালরাপতন বসুন্ধরা রাজের পকেট সিট হিসাবেই পরিচিত। এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ২০০৩ সাল থেকে জিতে আসছেন তিনি। বসুন্ধরার সেই শক্ত ঘাঁটিতে সদ্য কংগ্রেসে নাম লেখানো মানবেন্দ্র সিংয়ের জন্য লড়াইটা কঠিন অবশ্যই। তবে মানবেন্দ্র এখানে তাঁর পিতার প্রতি বিজেপির বঞ্চনাকে সামনে রেখে লড়াই করতে চান বলে জানিয়েছেন। এমনিতে এবার রাজস্থানে বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে। অন্তত সমীক্ষা তাই বলছে। সেখানে এই লড়াইটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে সেখানে। আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk