National

রাস্তায় ডিগবাজি খেল পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত ৩

Published by
News Desk

অযোধ্যায় ১৪ কোশি পরিক্রমা করতে হাজির হয়েছিলেন পুণ্যার্থীরা। সকলেই উত্তরপ্রদেশের বারাবাঁকির দরিয়াবাদ এলাকার বাসিন্দা। পুণ্য অর্জনের আশায় হাজির হয়েছিলেন অযোধ্যায়। সেখান থেকেই শনিবার ফিরছিলেন বাড়িতে। রাস্তায় আচমকাই তাঁদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। গতিতে থাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডিগবাজি দিতে শুরু করে। আর্তনাদ করতে থাকেন যাত্রীরা।

গাড়িটি থেকে সকলকে বার করে আনায় হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ হাজির হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। দ্রুত আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৩ জন আশঙ্কাজনক যাত্রীকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk