National

বেপরোয়া গাড়ি সাতসকালে পিষে দিল রাস্তায় দাঁড়ানো ৪ জনকে

Published by
News Desk

গন্তব্য ছিল নাসিক। তারজন্য রাস্তার ধারে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ৯ জন। শনিবার সকাল তখন ৭টা। সেসময়ে আচমকাই রাস্তা ধরে প্রবল গতিতে ছুটে আসা একটি বেপরোয়া গাড়ি তাঁদের সকলকে ধাক্কা দিয়ে পিষে দিয়ে চলে যায়। খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদের মধ্যে এক কিশোর রয়েছে।

৫ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল থেকে একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের সাহাপুরে। এখানেই কিনাভলি ব্রিজের ধারে বাসের জন্য অপেক্ষা করার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘাতক গাড়িটিকে খুঁজছে পুলিশ।

Share
Published by
News Desk