National

বুটিকের মালকিন ও পরিচারককে গলা কেটে হত্যা, দর্জির আত্মসমর্পণ

Published by
News Desk

ফ্যাশন জগত নিয়ে তাঁর কারবার। নিজের একটা বুটিক রয়েছে। দিল্লির বসন্ত কুঞ্জ এনক্লেভে বসবাসকারী ফ্যাশন ডিজাইনার বছর ৫৩-র মহিলা মালা লাখানিকে গলা কাটা অবস্থায় পাওয়া গেল। একইসঙ্গে তাঁর পরিচারক বছর ৫০-এর বাহাদুরের গলা কাটা দেহও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ২ জনকেই একাধিকবার ছুরির কোপ মারা হয়েছে।

এদিকে এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে রাহুল আনোয়ার নামে এক ব্যক্তি ও তার ২ শাগরেদ পুলিশের কাছে আত্মসমর্পণ করে। রাহুল আনোয়ার মালা লাখানির গ্রিন পার্কের বুটিকে দর্জির কাজ করত। সে ও তার ২ শাগরেদ মিলে এই কাজ করেছে বলে পুলিশের কাছে কবুল করেছে সে। কেন এমন ঘটনা সে ঘটাল তার বিস্তারিত কারণ জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk