National

রাস্তায় মহিলাকে সম্মোহিত করে লুঠ সোনার গয়না

Published by
News Desk

রাত তখন প্রায় ১২টা। বাড়ি ফিরছিলেন দিল্লির ভোলেনাথ নগরের বাসিন্দা এক মহিলা। কৃষ্ণ নগরের রাস্তা দিয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি। ওই মহিলার অভিযোগ, রাস্তায় তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে ২ ব্যক্তি। একটা সময়ের পর তাঁকে সম্মোহিত করে দেয় তারা। তারপর তাঁর কাছ থেকে সোনার হার, কানের দুল ও আংটি নিয়ে চম্পট দেয় তারা।

পরে সম্বিত ফিরলে তিনি পুলিশ স্টেশনে এসে অভিযোগ দায়ের করেন। পুলিশ ইন্ডিয়ান পিনাল কোডের ৪২০ ধারায় মামলা রুজু করেছে। তদন্ত শুরু হয়েছে। ওই ২ ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk