National

শিক্ষকের হাতে ধর্ষণের শিকার ১২ ছাত্রী, গর্ভবতী ৩

Published by
News Desk

১২ জন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ৭ জন শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত আরও ৩ শিক্ষকের খোঁজ চলছে। অভিযোগ ধর্ষণের জেরে ওই ১২ জন নাবালিকার মধ্যে ৩ জন গর্ভবতী হয়ে পড়েছে। বাকিরা মানসিক অবসাদে ভুগছে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বাণিজ্য নগরী মুম্বই থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে বুলধনা জেলার হেলখেড়া গ্রামের একটি বেসরকারি আবাসিক স্কুলে।

অভিযোগ দীপাবলির আগে এই স্কুলের ১২ জন আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে স্কুলের প্রধান শিক্ষক সহ ১০ জন শিক্ষক। নিগৃহীতাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৪-র মধ্যে। যদিও ঘটনার পর তারা ভয়ে মুখ খোলেনি। পরে তাদের হাবভাবে অস্বাভাবিকতা লক্ষ করে স্কুলের অন্য শিক্ষকেরা তাদের চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই চিকিৎসক জানান, এদের মধ্যে ৩ জন গর্ভবতী। পরে পুলিশ নিগৃহীতাদের সঙ্গে কথা বলে সব জানতে পারে। তদন্তে নেমে ১০ অভিযুক্তের মধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk