National

হারিয়ে গেলেন ট্রাক সমেত ৩ ট্রাক চালক

Published by
News Desk

জম্মু কাশ্মীরে হামেশা ধস নামছে। বন্ধ হয়ে যাচ্ছে পাহাড়ি সড়ক। এমনই এক ধসের কবলে পড়ে হারিয়েই গেল ৩টি আস্ত ট্রাক। সঙ্গে ৩টি ট্রাকের চালকও। ৩ জনই পঞ্জাবের বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। খোঁজও শুরু হয়েছে।

বৃহস্পতিবার রামবান জেলায় জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর ব্যাটারি চশমা এলাকায় প্রবল ধস নামে। সেই ধসের কবলে পড়ে এই ৩টি ট্রাক। তারপর থেকেই চালক সমেত ট্রাকগুলির আর হদিস নেই। পুলিশ খোঁজ শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk