National

ধরাশায়ী বিজেপি, কংগ্রেস-জেডিএসের ঘরে দীপাবলির রোশনাই

Published by
News Desk

লোকসভা, বিধানসভা মিলিয়ে কর্ণাটকের ৫টি কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা ছিল মঙ্গলবার। সেখানে কংগ্রেস-জেডিএস জোটের কাছে কার্যত ধরাশায়ী বিজেপি। দীপাবলির আগের দিন ৪-১-এ পরাজয় পদ্মের কাঁটা হয়ে ফিরল বিজেপির অন্দরে। অন্যদিকে দীপাবলির আলোর রোশনাই আরও উজ্জ্বল হয়ে উঠল কংগ্রেস-জেডিএসের জন্য।

৫টি কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে ৩টি কেন্দ্র বেল্লারি, শিবমোগ্গা, মান্দিয়া ছিল লোকসভা কেন্দ্র। রামনগর ও জামাখান্দি ছিল বিধানসভা কেন্দ্র। এরমধ্যে জামখান্দি ধরে রাখল কংগ্রেস। অন্যদিকে রামনগর ধরে রাখল জেডিএস। রামনগর থেকে জিতলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর স্ত্রী অনিতা কুমারস্বামী।

৩টি লোকসভার মধ্যে শিবমোগ্গা ছিল বিজেপির। এবারও বিজেপিই সেখান থেকে জয়ী হল। মান্দিয়া ছিল জেডিএসের। এই আসন তারাই ধরে রাখল। অঘটন ঘটল একটা আসনে। এদিন বিজেপির জন্য সবচেয়ে বড় ধাক্কা বোধহয় বেল্লারি লোকসভা কেন্দ্র। বিজেপির হাতে থাকা এই কেন্দ্রে বিজেপি কংগ্রেসের কাছে গোহারান হেরেছে। কংগ্রেসের ভিএস উগরাপ্পা এই কেন্দ্রে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জে সান্থাকে ২ লক্ষেরও বেশি ভোটে পরাস্ত করেছেন।

সামনেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। তারপর সামনের বছর লোকসভা নির্বাচন। একের পর এক ইস্যুতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা। সব মিলিয়ে কোণঠাসা বিজেপিকে আরও বেশি কোণঠাসা করে দিল কর্ণাটক উপনির্বাচনের এই শোচনীয় হার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk