National

যৌন হয়রানি, ভাইঝিকেও রেহাই দিল না কাকা

Published by
News Desk

কাকা-কাকিমার সঙ্গে দেখা করতে কাকার বাড়ি গিয়েছিল ১০ বছরের মেয়েটি। কিন্তু তখন বাড়িতে কাকিমা ছিলেননা। ছিল শুধু কাকা। অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতিতে ১০ বছরের ভাইঝির ওপর যৌন নির্যাতন চালায় ৩২ বছর বয়সী কাকা। ঘটনাটি ঘটেছে দিল্লির শকরপুর এলাকায়।

যৌন লালসা পূর্ণ করার পর ভাইঝিকে তার বাড়ির কাছে ছেড়ে দিয়ে যায় অভিযুক্ত কাকা। যাওয়ার আগে ওই বালিকাকে শাসিয়ে যায় সে যদি এসব কথা বাড়িতে জানায় তবে তাকে তার ভয়ংকর ফল ভুগতে হবে। যদিও কাকার সেই ভয় দেখানোকে গুরুত্ব না দিয়ে মেয়েটি বাড়ি ফিরে নিজের মাকে সবকিছু খুলে বলে। তখনই তার বাড়ির তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk