National

বড় ধাক্কা, কংগ্রেসে যোগ দিলেন মুখ্যমন্ত্রীর আত্মীয়

Published by
News Desk

সামনেই ভোট। তার আগে বড় ধাক্কা খেল মধ্যপ্রদেশ বিজেপি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শ্যালক সঞ্জয় সিং মাসানি যোগ দিলেন কংগ্রেসে। শনিবার সকালে কংগ্রেসে যোগ দেন তিনি। জামাইবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপির অন্যতম নেতা। তাঁর শ্যালক কিনা কংগ্রেসে! তাও আবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে? রাজনৈতিক মহলকে এভাবেই অবাক করে গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে মাস্টার স্ট্রোক দিল কংগ্রেস।

মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান কমল নাথের উপস্থিতিতে শনিবার নয়া দিল্লিতে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সঞ্জয় সিং মাসানি। কংগ্রেসে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সঞ্জয়। তাঁর দাবি, বিজেপিতে এখন স্বজনপোষণের রাজনীতি চলছে। যাঁরা রাজ্যে কাজ করলেন তাঁরা জায়গা পাচ্ছেননা। সেখানে জায়গা পাচ্ছেন সাংসদ, বিধায়কদের ছেলে, মেয়েরা। মাসানি নিজে এবার বিজেপির টিকিটে মধ্যপ্রদেশের ওয়ারাসিওনি কেন্দ্র থেকে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে শেষ পর্যন্ত টিকিটে দেয়নি বিজেপি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk