National

অবনী হত, ইতি মানুষখেকো!

Published by
News Desk

কমপক্ষে ১৫ জন মানুষকে হত্যা করেছে সে। এমনই গুরুতর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মহারাষ্ট্রের বিদর্ভ জঙ্গলের ত্রাস হয়ে দাঁড়িয়েছিল। অবনী বা টি১। তার খোঁজে ড্রোন থেকে ট্র্যাপ ক্যামেরা, স্নিফার ডগ কোনও কিছুই বাদ ছিলনা। তবু বন দফতরের কর্মীদের কার্যত নাস্তানাবুদ করে ছাড়ছিল এই ৫ বছর বয়স্ক বাঘিনী। মানুষখেকো এই বাঘিনীকে হত্যা করতে উঠে পড়ে লেগেছিলেন বন দফতরের কর্মীরা। নাহলে কে জানে আরও কত মানুষের মৃত্যুর কারণ হবে সে!

অবশেষে যাভাতমল জেলার জঙ্গলে তাকে গুলি করে হত্যা করা হল। শনিবার তাকে হত্যা করা হয়। অবনীর ২টি ১০ মাসের শাবক রয়েছে। গত ৩ মাস ধরে এই জলজ্যান্ত আতঙ্ককে তন্নতন্ন করে খুঁজছিল বন দফতর। এদিকে অবনী মানুষখেকো হলেও তাকে যেন না মেরে ঘুম পাড়ানি গুলি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি নিয়ে এক বন্যপ্রাণকর্মী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেইমতই নির্দেশ ছিল বন দফতরের কাছে। তাকে প্রথমে ঘুম পাড়ানি গুলি করতে হবে। তারপর তাকে পাকড়াও করতে হবে। কিন্তু বন দফতরের তরফে জানানো হয়েছে তাদের একটি দলের ওপর ঝাঁপিয়ে পড়ে ওই বাঘিনী। ফলে তাদের গুলি চালাতেই হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk