National

গণহত্যার প্রতিবাদে ২৪ ঘণ্টার বন্‌ধে স্তব্ধ জনজীবন

Published by
News Desk

তিনসুকিয়ায় ৫ বাঙালিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে অসম জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। গত শুক্রবার তিনসুকিয়ায় বন্‌ধ পালিত হয়। বন্‌ধে সাড়া মেলে সর্বাত্মক। শনিবার এই গণহত্যার প্রতিবাদে গোটা অসম জুড়েই বন্‌ধের ডাক দিয়েছে রাজ্যের বেশ কয়েকটি বাঙালি সংগঠন। বন্‌ধের জেরে সকাল থেকেই রাজধানী শহর গুয়াহাটিতে গাড়ি চলাচল সামান্য। যথেষ্ট প্রভাব পড়েছে বন্‌ধের। দোকানপাট খুবই কম খুলেছে। মানুষজনও রাস্তায় বড় একটা নেই। তবে পুলিশি প্রহরা রয়েছে যথেষ্ট।

শুধু গুয়াহাটি বলেই নয়, রাজ্যের অন্যান্য জায়গাতেও বন্‌ধের ভাল প্রভাব পড়েছে। তিনসুকিয়ায় বন্‌ধ হচ্ছে সর্বাত্মক। বন্‌ধের বিপক্ষে কার্যত কোনও দলই মুখ খোলার কথা ভাবছে না। এমনকি রাজ্যের শাসক দল বিজেপিও নয়। কেবল বন্‌ধে যাতে কোনও হিংসা না হয় তারজন্য প্রচুর পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছে সর্বত্র।

এদিকে তিনসুকিয়ায় যেভাবে সেনার পোশাকে ৫-৬ জন দুষ্কৃতি ৫ বাঙালিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে তাতে এই ঘটনায় আঙুল উঠছে উলফার দিকে। যদিও উলফা বিবৃতি দিয়ে তাদের এই ঘটনায় কোনও যোগ নেই বলে দাবি করেছে। তবু পুলিশি থেকে সাধারণ মানুষের এখনও দৃঢ় ধারণা এই ঘটনার পিছনে উলফা ইনডিপেন্ডেন্টের হাত রয়েছে। তদন্ত চলছে। এদিকে গোটা রাজ্য জুড়েই বাঙালিদের মধ্যে প্রবল ক্ষোভ দানা বেঁধেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk