National

মহিলা কনস্টেবলের মৃত্যু ঘিরে তুলকালাম, তাণ্ডব চালালেন শতাধিক কনস্টেবল

Published by
News Desk

১ মহিলা কনস্টেবলের মৃত্যু ঘিরে পাটনায় এক পুলিশ আধিকারিককে বেধড়ক পেটালেন অন্য কনস্টেবলরা। যারমধ্যে মহিলার সংখ্যাই ছিল বেশি। ওই পুলিশ আধিকারিকের বাড়ি ও অফিসে হামলা হয়। ভাঙচুর করা হয় অফিস। বেধড়ক মারে ওই আধিকারিক আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এদিকে এমন বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা। গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনা পুলিশ লাইনে এই হামলায় আরও ৩ পুলিশ আধিকারিক ও ২ সাংবাদিক আহত হয়েছেন।

মারমুখী কনস্টেবলদের দাবি, তাঁদের দিনের পর দিন অতিরিক্ত সময় কাজ করানো হয়। অথচ অন্য কোনও সুবিধা দেওয়া হয়না। খাবার, জল এমনকি শৌচাগারের সুবিধা পর্যন্ত পাননা তাঁরা। তারমধ্যেই দিনের পর দিন কাজ করতে হয়। ওই মহিলা কনস্টেবল ডেঙ্গি আক্রান্ত ছিলেন। তিনি বারবার ছুটি চাইছিলেন। কিন্তু তাঁর ছুটি মঞ্জুর হয়নি। তারপরই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিহার পুলিশে রীতিমত নাড়াচাড়া শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
  • Recent Posts