National

আকাশ থেকে নেমে এল মৃত্যু!

Published by
News Desk

জম্মু কাশ্মীরের পাহাড়ি এলাকায় তুষারপাত হচ্ছে। বাকি অংশের অনেক জায়গাতেই চলছে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে মুহুর্মুহু। সেই বজ্রপাতের শিকার হয় ভেড়া ও ছাগলের পাল। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রাজৌরির আলাল মাংগোতা এলাকায়।

রাজৌরিতে একটি ছাগপালকের শতাধিক ছাগল ও ভেড়া রয়েছে। সেগুলির ওপরই শুক্রবার আছড়ে পড়ে বিদ্যুতের ঝলক। মুহুর্তে ঝলসে মৃত্যু হয় ছাগল ও ভেড়াগুলির। নিমেষে শেষ হয়ে যায় শতাধিক ছাগল ও ভেড়া।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
  • Recent Posts