National

ধস নেমেছে চিনে, আতঙ্কে কাঁপছে অরুণাচল

Published by
News Desk

চিনে যে নদটার নাম আরলং জাংবো, সেই নদটাই অরুণাচলের ওপর দিয়ে বয়ে গেছে সিয়াং নামে। আর তারপর যখন সেই নদটিই অসমে প্রবেশ করেছে তখন তার নাম হয়েছে ব্রহ্মপুত্র। যে নামে ভারতবাসী তাকে সবচেয়ে ভাল চেনেন। চিনের সেই আরলং জাংবো নদের একটা অংশে শুরু হয়েছে ধস। পাহাড়ি এলাকা। সেখানে নদীর ধার ধরে ধস আতঙ্ক বাড়াচ্ছে অরুণাচল প্রশাসনের। কারণ একটাই। এই ধসের জেরে সিয়াংয়ে হড়কা বান ধেয়ে আসতে পারে। ইতিমধ্যে সিয়াংয়ের আশপাশে বসবাসকারীদের হড়কা বানের জন্য তৈরি থাকার পরামর্শ দিয়েছে অরুণাচল প্রদেশ প্রশাসন। নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিকেও।

এদিকে সিয়াংয়ে হড়কা বান এলে জল বাড়বে ব্রহ্মপুত্ররও। ফলে সে ব্যাপারেও সতর্কতা রয়েছে। চিনের তরফেও ভারতকে ব্রহ্মপুত্রে বন্যার সম্ভাবনা নিয়ে সতর্ক করা হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk