National

গোয়ার পর্যটকদের জন্য দারুণ সুখবর!

Published by
News Desk

জলে প্রবল আন্ডার কারেন্ট। তারসঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। সব মিলিয়ে গোয়ার সমুদ্র সৈকতে স্নান বন্ধ করে দেওয়া হয়েছিল। গোয়া বিখ্যাত তার সমুদ্রতটের জন্য। সারা বছর দেশের তো বটেই এমনকি বিদেশি পর্যটকরাও ছুটে আসেন এই বালুকাবেলায় সময় কাটাতে। সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করতে।

ফলে সমুদ্র স্নানের স্বর্গরাজ্য সেই গোয়ায় যদি সমুদ্রে স্নানই বন্ধ হয়ে যায় তবে তো মুশকিল। কিন্তু সমুদ্র রাফ থাকায় সেই ঝুঁকি নিতে পারেনি পর্যটকদের দায়িত্বে থাকা সংস্থা। তবে সুখবর একটাই ১ নভেম্বর থেকে ফের সেই সমুদ্র স্নান শুরু হচ্ছে। তবে কিছু বাধানিষেধ থাকছে। যেমন গোয়া সমুদ্র সৈকতে এমন ২৪টি জোন বেঁধে দেওয়া হয়েছে সেখানে আর সেলফি তুলতে পারবেন না পর্যটকরা। নো সেলফি জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে এই ২৪টি জায়গাকে। তবে স্নান করতে পারবেন সকলেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk