National

ফের ছাগীকে ধর্ষণের অভিযোগ, দায়ের হল মামলা

Published by
News Desk

গত ২৭ অক্টোবর রাতে জনৈক রউফ উদ্দিন অন্যান্য দিনের মতই গৃহপালিত মোষ ও ছাগলগুলিকে খামারে বেঁধে বাড়ি ফিরে যান। খামারের পাশেই তাঁর বাড়ি। রউফ উদ্দিনের দাবি, তিনি বাড়ি ফেরার কিছুক্ষণ পর স্থানীয় মনু নামে যুবক পাঁচিল টপকে খামারে ঢোকে। খামার থেকে পশুর চিৎকারের আওয়াজ পেলে রউফ উদ্দিন ফের সেখানে যান। তাঁর দাবি, খামারে গিয়ে তিনি দেখেন মনু একটি ছাগীকে ধর্ষণ করে দেওয়াল টপকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলার মৌদহা থানা এলাকায়।

ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ মনুর বিরুদ্ধে অপ্রাকৃতিক যৌন সম্বন্ধ তৈরি ও পশু নির্যাতনের মামলা দায়ের করেছে। ছাগীটিকে চিকিৎসা ও পরীক্ষার জন্য পশু চিকিৎসালয়ে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk