National

ধসে চাপা পড়ে মৃত ধস সরাতে আসা কর্মী

Published by
News Desk

ধস নেমে স্তব্ধ হয়ে গেল হাইওয়ে। থমকে গেল পর্যটকদের যাতায়াত। আটকা পড়লেন বহু মানুষ। জম্মু কাশ্মীরের রামবান জেলার পাহাড়ি রাস্তায় ধস নেমে আটকে যায় জম্মু-শ্রীনগর হাইওয়ে। পাহাড় থেকে গড়িয়ে আসা মাটি পাথরের স্তূপ সরাতে সেখানে হাজির হয় জেসিবি মেশিন। মাটি সরানোর সেই মেশিনের সাহায্যে রাস্তা সাফাইয়ের কাজ করার সময় আচমকাই ফের ধস নামে। ধসের তলায় চাপা পড়ে যান জেসিবি অপারেটর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

জম্মু-শ্রীনগর হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়ায় অনেক পর্যটক আটকে পড়েন রাস্তায়। স্থানীয় মানুষজনও মুশকিলে পড়েন। পরে ফের শুরু হয় রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করার কাজ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk