National

পুরসভায় বিধ্বংসী আগুন

Published by
News Desk

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল পুরসভার একটি বাড়ি। আগুন লাগে গত সোমবার সন্ধেয়। আগুন হুহু করে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের সন্ত্রাসজীর্ণ সোপিয়ানে। আগুন কারা লাগাল তা পরিস্কার নয়।

জম্মু কাশ্মীরে সবে শেষ হয়েছে পুর নির্বাচন। সেখানে রাজ্যের ২টি প্রধান দল পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স এই নির্বাচন বয়কট করে। ফলে বিজেপির রাস্তা অনেকটাই পরিস্কার হয়ে যায়। সোপিয়ানে পুর নির্বাচনে ১৭টি আসনের মধ্যে বিজেপি জেতে ১৩টি আসনে।

Share
Published by
News Desk