National

ঝুলে থাকা বিদ্যুতের তারে মরণ ছোঁয়া, মৃত ৭ হাতি

Published by
News Desk

জঙ্গলে হাতির পাল একসঙ্গই থাকে। একসঙ্গে যাতায়াত করে। তেমনই ১৩টি হাতির পাল হেলেদুলে যাচ্ছিল ওড়িশার ঢেঙ্কানলের কমলাঙ্গা গ্রামের পাশ দিয়ে। সদর ফরেস্ট রেঞ্জের জঙ্গলের মধ্যেই অবস্থিত এই গ্রাম। অ্যাসিস্ট্যান্ট কনজারভেশন অফ ফরেস্ট জিতেন্দ্রনাথ দাস জানিয়েছেন, এখানেই একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। সেই ১১ হাজার ভোল্টের লাইন ছুঁয়ে যায় হাতির পালের কয়েকটি হাতির দেহ। মুহুর্তে মৃত্যু হয় তাদের। আশপাশে ছড়িয়ে পড়ে দেহ। ৭টি হাতির মৃত্যু হয়।

এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঝুলে থাকা তার সম্বন্ধে অবহিত করা হয়েছে ওড়িশার বিদ্যুৎ বণ্টন সংস্থাকে। ওই ঝুলে থাকা তারে কোনও গ্রামবাসীরও মৃত্যু হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে কখনও রেল লাইনে কাটা পড়ে, কখনও বিদ্যুতের তারে ছোঁয়া লেগে এভাবে দিনের পর দিন হাতি মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। তাহলে অরণ্যেও কি নিরাপদ নয় বন্যপ্রাণিরা? এ প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk