National

১৩ তলা থেকে মরণ ঝাঁপ, মৃত ষোড়শী

Published by
News Desk

মাত্র ১৬ বছর বয়স। থাকত মধ্য মুম্বইয়ের তারদেও এলাকায়। এখানেই একটি বহুতলের ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকত সে। সেই ষোড়শী কিশোরী এদিন ঝাঁপ দিল ইম্পেরিয়াল টাওয়ার নামে বহুতলের ১৩ তলা থেকে। তাকে নিচে পড়তে দেখে হতবাক হয়ে যান স্থানীয় লোকজন। তাঁরাই দ্রুত পুলিশে খবর দেন।

পুলিশ এসে দেহ উদ্ধার করে নায়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষার পর প্রিয়াঙ্কা কোঠারি নামে ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে আত্মহত্যা তা পুলিশের কাছে পরিস্কার নয়। এটা আত্মহত্যাই কিনা তাও তারা খতিয়ে দেখতে চাইছে। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk