National

টুরিস্ট বাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪

Published by
News Desk

দিল্লি থেকে আগ্রা। এই রুটে সারা বছরই লেগে থাকে পর্যটকদের ভিড়। এই রুটে দ্রষ্টব্য স্থান নেহাত কম নয়। ফলে এই রুটে টুরিস্ট বাস হামেশা নজর কাড়ে। শনিবার পর্যটকদের নিয়ে এমনই একটি টুরিস্ট বাস ছুটে যাচ্ছিল আগ্রার দিকে। সেই সময়ে যমুনা এক্সপ্রেসওয়ের ওপর উত্তরপ্রদেশের আলিগড় জেলার তাপ্পাল এলাকায় একটি দ্রুতগতির ট্রাক এসে ধাক্কা মারে বাসটিতে।

ঘটনাস্থলেই টুরিস্ট বাসে থাকা ৪ পর্যটকের মৃত্যু হয়। ১১ জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে যমুনা এক্সপ্রেসওয়ের ওপর যান চলাচলে বিঘ্ন ঘটে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk