National

উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ৪

Published by
News Desk

মর্মান্তিক এক পথ দুর্ঘটনার সাক্ষী রইলেন পাটনার বাসিন্দারা। একটি যাত্রীবোঝাই বাস উল্টে গেল রাস্তায়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হন ২৪ জন যাত্রী। তাঁদের স্থানীয়রাই দ্রুত বাস থেকে বার করে আনার ব্যবস্থা করেন। পরে অবশ্য পুলিশ হাজির হয়।

বাসটি পাটনা থেকে বিহারের সমস্তিপুরের দিকে যাচ্ছিল। বাসে যথেষ্ট সংখ্যক যাত্রী ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। বেলাগাম বাসটি এরপর রাস্তায় উল্টে যায়। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk