National

অলোক বর্মা ও রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠাল কেন্দ্র, চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অলোক

Published by
News Desk

নিরপেক্ষ তদন্তের স্বার্থে ও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সিবিআইয়ের ২ শীর্ষ কর্তা অলোক বর্মা ও রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়েছে। পুরো অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হবে। ২ সিবিআই কর্তার দড়ি টানাটানিতে এবার এভাবেই হস্তক্ষেপ করে কেন্দ্রের অবস্থান পরিস্কার করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রসঙ্গত গত রাতে রাত পৌনে ২টো নাগাদ সরকার সিদ্ধান্ত নেয় এদের ২ জন সহ সিবিআইয়ের বেশ কয়েকজন কর্তাকে ছুটিতে যেতে হবে।

এদিকে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিবিআই প্রধান অলোক বর্মা। সুপ্রিম কোর্ট তাঁর আবেদন গ্রাহ্য করেছে। এই আবেদনের শুনানি হবে আগামী শুক্রবার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk