National

একের পর এক অগ্নিকাণ্ড, শহরজুরে আতঙ্ক

Published by
News Desk

সোমবার সকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। আগুন লাগে উত্তরপূর্ব দিল্লির মোরি গেটের বাস পার্কিংয়ে। তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি কত তা এখনও জানা যায়নি। এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ দমকলে আগুন লাগার খবর পৌঁছয়। দ্রুত হাজির হয় দমকলের ৩টি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

এদিকে রামা রোডের ২টি কাপড়ের গোডাউনে আগুন লাগে গত রবিবার রাতে। ঘটনাস্থলে হাজির হয় দমকলের ১০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও পরিস্কার নয়।

এদিকে গত রবিবার সন্ধেয় দিল্লির ভালসওয়া এলাকায় আবর্জনা ফেলার মাঠে আগুন লাগে। এই আগুনও বেশ কিছুক্ষণ জ্বলে। দিল্লির বিভিন্ন প্রান্তে এভাবে একের পর এক অগ্নিকাণ্ড ঘটায় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাসিন্দাদের মধ্যেও আতঙ্কও ছড়িয়েছে।

Share
Published by
News Desk