National

শিক্ষকের মারে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

Published by
News Desk

এক শিক্ষকের বেদম প্রহারে ভেঙে গেল ৮ বছরের বালকের একটি পা, টুকরো হয়ে গেল পাঁজরার বেশকিছুটা অংশ। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করালেও বালককে বাঁচাতে পারলেন না চিকিৎসকেরা। অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ল একটি প্রাণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার চিল্লা থানা এলাকার সাদীমদনপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, গ্রামের একটি প্রাইভেট জুনিয়র উর্দু স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি গত শুক্রবার তৃতীয় শ্রেণির ছাত্র আরবাজকে ভয়ানকভাবে মারধর করেন। মারের চোটে আরবাজের একটি পা ও পাঁজরার হাড় ভেঙে যায় বলে অভিযোগ। পরে ওইদিন দুপুরেই হাসপাতালে চিকিৎসা করানোর পর মৃত্যু হয় ৮ বছরের আরবাজের।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল ভরত কুমার পাল জানিয়েছেন, মৃত আরবাজের কাকা সলমনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক জয়রাজের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়েছে। মৃত বালকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk