National

মহানবমীর রাতে ধর্ষকদের হাত থেকে বাঁচতে মরণ ঝাঁপ কিশোরীর

Published by
News Desk

শারদীয়া ও নবরাত্রির উৎসবের সময় ৯ দিন ধরে মা দুর্গার আরাধনার পর শুক্রবার অশুভ শক্তির প্রতীক রাবণ বধের আয়োজনে ব্যস্ত সারাদেশ। কিন্তু এরই মধ্যে বিহারের লখিসরাইয়ে এক কিশোরী নিজের সম্মান বাঁচাতে ৩ তলা বাড়ি থেকে ঝাঁপ দিল। ওই কিশোরী ঝাঁপ দেওয়ার পর হাইভোল্টেজ তারে জড়িয়ে যায়। এর ফলে মেয়েটি ভয়ানক ভাবে ঝলসে গেছে। ঘটনায় পুলিশ ওই এলাকার ১ যুবককে গ্রেফতার করেছে।

পুলিশের বয়ান অনুযায়ী, লখিসরাইয়ের সদর থানা এলাকায় একটি দোকানে সেলস গার্লের কাজ করা একটি মেয়ে তার বান্ধবীকে গত বৃহস্পতিবার মহানবমীর রাতে স্থানীয় কে এস কলেজের কাছে একটি বাড়িতে ডেকে পাঠায়। ওই বাড়িতে আগে থেকেই ২-৩ জন যুবক মদ্যপ অবস্থায় হাজির ছিল। অভিযোগ, ওই যুবকরা বাড়িতে আসা মেয়েটিকে জবরদস্তি মদ খাওয়ায় ও তাকে ধর্ষণের চেষ্টা করে। সেই সময় নিজেকে বাঁচাতে ওই কিশোরী বাড়ির তৃতীয় তল থেকে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর সে ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে যায় ও ভয়ানক ভাবে ঝলসে যায়। কিশোরীটি স্থানীয় একটি প্রাইভেট স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

লাখিসরাইয়ের পুলিশ সুপার কে কে শর্মা জানিয়েছেন যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় ১ যুবককে গ্রেফতার করা হয়েছে। নিগৃহীতা কিশোরীকে ডেকে পাঠানো মেয়েটি ও অপর এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। এখানে একটি বিষয় উল্লেখ্য, বিহারে মদ নিষিদ্ধ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk