National

আত্মীয়ের ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার ছাত্রী

Published by
News Desk

সম্পর্কে আত্মীয়। ফলে অমিত কুমারের ডাকে সাড়া দিতে একবারও চিন্তা করেনি মেয়েটি। অমিত তাকে কাছের একটি পার্কে যেতে বলে। সেই ডাকে সাড়া দিয়ে সেখানে হাজির হয় দশম শ্রেণির ওই ছাত্রী। বছর ১৬-র কিশোরী জানতও না তার জন্য কী ভয়ংকর অভিজ্ঞতা সেখানে অপেক্ষা করছে। অভিযোগ, সেখানে পৌঁছতে অমিত কুমারের সঙ্গে হাজির হয় আরও ৩ ব্যক্তি। এরমধ্যে ১ জন তরুণ। অন্য ২ জন মধ্যবয়সী।

অভিযোগ, পার্ক থেকে ওই ছাত্রীকে কার্যত জোর করেই তারা কাছের একটি ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর সেখানে তাকে একে একে ধর্ষণ করে। আত্মীয়ের ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বিনোদ নগরে। পরে অবশ্য অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

Share
Published by
News Desk