National

প্রিন্সিপালকে গুলি করে হত্যা করল দুষ্কৃতিরা

Published by
News Desk

স্কুলের জমি নিয়ে বিবাদ ছিল। সেই বিবাদই মেটানোর চেষ্টা করছিলেন স্কুলের প্রিন্সিপাল বছর ৬০-এর রঙ্গানাথ। অভিযোগ ঠিক সেই সময়েই কয়েকজন দুষ্কৃতি স্কুল চত্বরে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করে। তখন তিনি তাঁর ঘরে বসে স্কুলের জমি সংক্রান্ত সমস্যা মেটানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হাভানুর পাবলিক স্কুলে। রঙ্গানাথকে গুলি করে হত্যা করার পর সেখান থেকে একটি গাড়িতে করে চম্পট দেয় দুষ্কৃতিরা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করে। একজন গ্রেফতারও হয়। নাম বাবলি। যে গ্যাং প্রিন্সিপালকে হত্যার ঘটনা ঘটিয়েছে ধৃত যুবক সেই গ্যাংয়েরই নেতা বলে মনে করছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বাবলিকে পাকড়াও করার সময় সে পায়ে চোট পায়। আপাতত সে একটি হাসপাতালে ভর্তি।

Share
Published by
News Desk