National

দুর্গাপুজোয় এবার ত্রিপুরা, অসমে অভূতপূর্ব নিরাপত্তা বন্দোবস্ত

Published by
News Desk

ত্রিপুরা ও দক্ষিণ অসমে এবার দুর্গাপুজোর ৫ দিনে অভূতপূর্ব নিরাপত্তা বন্দোবস্ত করেছে পুলিশ প্রশাসন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সবরকম বন্দোবস্ত থাকছে। সব মিলিয়ে ৯ হাজার ৯০০ ত্রিপুরা পুলিশ মোতায়েন করা হচ্ছে। থাকছে অসম রাইফেলস, প্যারামিলিটারি ফোর্স। সীমান্তে থাকছে কড়া নজরদারি। এজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। থাকছে ডগ স্কোয়াড। ১০০টি ওয়াচ টাওয়ার লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায়। সবচেয়ে বেশি নজর থাকছে ভারত-বাংলাদেশ সীমান্তে।

ত্রিপুরায় প্রায় সর্বত্রই ধুমধামের সঙ্গে দুর্গাপুজো হয়। অসমের কাছার, করিমগঞ্জ, হাইলাকান্দি, দিমা হাসাও, এই ৪ জেলায় প্রচুর বাঙালির বসবাস। ফলে এখানে অনেকগুলি দুর্গাপুজো হয়। সর্বত্র কড়া নজরদারি রাখতে থাকছে সিসিটিভি বন্দোবস্ত। থাকছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। সব মিলিয়ে এবার নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে অসম ও ত্রিপুরার দুর্গোৎসবকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk