National

ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লক্ষ টাকার গয়না লুঠ করে পালাল ডাকাতরা

Published by
News Desk

গয়নার দোকান বর্মণ জুয়েলারির মালিক তিনি। সেই রাজ কুমার বর্মণ সোমবার সকালে দোকানের তালা খুলছিলেন। ঠিক তখনই দোকানের সামনে এসে দাঁড়ায় একটি বাইক। বাইকে থাকা দুষ্কৃতিরা তাঁর হাতে থাকা ২৫ লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্য দিবালোকে এভাবে গয়না ভর্তি ব্যাগ নিয়ে পালানো ভাল চোখে দেখছে না ঝাড়খণ্ডের রাঁচির ব্যবসায়ী মহল।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গয়না ভর্তি ব্যাগ উদ্ধারের চেষ্টা শুরু করেছে তারা। ডাকাতদেরও খোঁজ চলছে। কিন্তু মাত্র ১দিন আগেই একটি গ্যাস এজেন্সি থেকে ৩ লক্ষ টাকা ডাকাতি হয়েছে। গত সপ্তাহেই এক ব্যবসায়ী রাস্তার ওপর খুন হন। সব মিলিয়ে পুলিশের দিকে আঙুল তুলছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। প্রশ্নের মুখে পড়েছে পুলিশের সক্রিয়তা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk