National

ছাদ থেকে উদ্ধার নিখোঁজ বালিকার দেহ

Published by
News Desk

গাজিয়াবাদের মুরাদনগরে ১ দিন ধরে নিখোঁজ ৮ বছরের এক বালিকার দেহ উদ্ধার হল। দেহটি একটি ধর্মস্থানের ছাদ থেকে উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, জাহিদ বেগ নামে এক ব্যক্তি তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করেন। জাহিদ তাঁর মেয়েকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

অভিযোগ পেয়ে পুলিশ এলাকার কাউন্সিলর এজাজ সহ আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনার তদন্ত চলাকালীন পুলিশের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে জানান যে মেয়েটির দেহ ধর্মস্থানের ছাদে পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। দেহটি একটি বস্তা দিয়ে ঢাকা ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk