National

মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার মানিক সরকার ও গৌতম দেবনাথ

Published by
News Desk

মাদক পাচার হচ্ছিল বলে গোপনে খবর ছিল। সেইমত খানাপাড়া-বেলতলা রোডে লুকিয়ে ছিলেন পুলিশ ও ডিআরআই আধিকারিকরা। অসমের গুয়াহাটির কাছে এই রাস্তায় একটি গাড়িকে দাঁড় করান তাঁরা। গাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক। সাড়ে ৫০০ কেজি মাদক উদ্ধার হয়। যার বাজারে আনুমানিক মূল্য ৫৫ লক্ষ টাকা।

মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে মানিক সরকার ও গৌতম দেবনাথ নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk