National

বাড়ির পিছনের দরজার পাশে পড়ে মহিলার দেহ, নাক দিয়ে পড়ছে রক্ত

Published by
News Desk

সকাল ৯টা ২৫ মিনিট। এই সময়ে পুলিশের কাছে একটি ফোন আসে। সেখানে জানানো হয় একটি বাড়ির পিছনে এক মহিলার দেহ পড়ে আছে। পুলিশ দ্রুত সেই ঠিকানায় পৌঁছয়। পুলিশ দেখে, বাড়ির পিছনের দিকের দরজার কাছে পড়ে আছে এক বছর ৪০-এর মহিলার দেহ। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিলনা। তবে নাক দিয়ে রক্ত গড়াচ্ছিল। দিল্লি পুলিশের তরফে এমনই জানানো হয়েছে।

ওই মহিলার দেহ ওখানে পাওয়া গেলেও তিনি ওই বাড়ির কেউ নন। দিল্লির বিবেক বিহার এলাকার ওই বাড়িটি কার্যত বহুদিন ধরে ফাঁকাই পড়ে আছে। এক কেয়ারটেকার আছে। সেই বাড়ির দেখভাল করে। কিন্তু পুলিশ পৌঁছে ওই কেয়ারটেকারের খোঁজ পায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk